নোয়াখালী প্রতিনিধি : মারবেল খেলায় বাঁধা দেওয়ায় ফিয়াস নামের এক স্কুল ছাত্রকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ফিয়াস উপজেলার সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামের চমির উদ্দিন হাজী বাড়ির নূর ইসলাম বাবুলের ছেলে। সে সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। খবর পেয়ে পুলিশ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে নিহতের লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ফিয়াসের বাড়ির দরজায় একই গ্রামের নূর করিমের ছেলেসহ কয়েকজন মারবেল খেলছিল। এ সময় ফিয়াস ওই স্থানে মারবেল না খেলার জন্য তাদের নিষেধ করে এবং তাড়িয়ে দেয়। এ নিয়ে নূর করিমের বড় ছেলে নূরনবী ও তার অন্য ভাইদের সঙ্গে ফিয়াসের বাকবিতন্ডা হয়। এ ঘটনার পর ফিয়াস রাতে আর বাড়ি ফেরেনি। পরিবাররের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পাননি।
শনিবার বিকেলে স্থানীয় এলাকাবাসী ইউপির হীরাপুর গ্রামের বাড়ি করার জন্য নির্মাণাধীন একটি নতুন ভিটের পাশে ফিয়াসের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ ঘটনা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে নূর করিমের ছেলে নূরনবীসহ কয়েকজন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘটনায় নূর করিমের ছেলে নূরনবীকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
নোয়াখালী প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/এমএআর/02 Aug 2014