নোয়াখালীতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

নোয়াখালী প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নাওড়ী গ্রামের কলেরগোড়া এলাকায় ছাত্রলীগের ও ছাত্রদলের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় চারজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- ইকবাল হোসেন, বেলাল হোসেন, আরিফ ও পলাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যায় ইউপির নাওড়ী গ্রামের কলেরগোড়া এলাকায় উপজেলার কাজীরখিল থেকে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এর জের ধরে রাতে উভয় আবার একত্রিত হয়ে সংঘয়ে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে।

এতে ছাত্রদলকর্মী ইকবাল হোসেন, বেলাল হোসেন, আরিফ ও পলাশ গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর শুনে পুলিশ  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

নোয়াখালী প্রতিনিধি/এমএআর/২ আগস্ট ২০১৪

Post a Comment

Previous Post Next Post