চাঁদা না পেয়ে নোয়াখালীর বেগমগঞ্জ হামলা, আহত ১৫

নোয়াখালী প্রতিনিধি : দাবিকৃত চাঁদার না পেয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মোসাকপুর গ্রামের জয়কৃষ্ণ বাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর জখমসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাতে ঘণ্টাব্যাপী এ হামলা চলে।

আহতরা হচ্ছেন, উপজেলার মোসাকপুর গ্রামের জয়কৃষ্ণ বাড়ির মো. হোসেন (৮১), আবুল খায়েরের ছেলে ইয়াকুব (২৪), আবুল কাশেমের ছেলে তারেক (১৮), আবু সায়েদের ছেলে কফিল আহম্মদসহ (১৭) ১৫ জন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত দুদিন আগে সন্ত্রাসী আলা উদ্দিন গ্রুপের লোকজন ইউপির মোসাকপুর গ্রামের জয়কৃষ্ণ বাড়িতে এসে ওই বাড়ির হোসেনর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় শুক্রবার রাতে সন্ত্রাসী আলা উদ্দিনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নিয়ে জয়কৃষ্ণ বাড়িতে সশস্ত্র হামলা চালিয়ে।

এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিষ্ফোরণ, কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও বাড়ির চার-পাঁচটি ঘর ব্যাপক ভাঙচুর করে। সন্ত্রাসীদের কাজে বাঁধা দিতে আসলে তারা হোসেন, ইয়াকুব, তারেক ও কফিলকে কুপিয়ে জখমসহ ১৫ জনকে পিটিয়ে জখম করে।

পরে সন্ত্রাসী আলাউদ্দিন আগামী কয়েকদিনের মধ্যে পাঁচ লাখ টাকা না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে বাড়ির লোকজনকে হুমকি দিয়ে যায়।

স্থানীয়র অভিযোগ করে বলেন, গত কয়েকদিন আলা উদ্দিন তার সন্ত্রাসী বাহিনী নিয়ে একাধিক লোকের কাছ থেকে চাঁদা নিয়ে আসছে। যে দিতে ব্যর্থ হচ্ছে তাকে পিটিয়ে জখম করা হচ্ছে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি/এমএআর/২ আগস্ট ২০১৪

Post a Comment

Previous Post Next Post