এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৩ আগস্ট

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১৩ আগস্ট প্রকাশিত হবে। এদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন। এরপর দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। ঈদের ছুটি শেষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এসে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী আরও জানান, আগামী ১৫ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হচ্ছে। আমরা এবার ৬০ দিন হওয়ার দুই দিন আগেই ফলাফল প্রকাশ করছি। গণভবন থেকে প্রধানমন্ত্রী একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন জানিয়ে নাহিদ বলেন, শিগগিরই কলেজটি নির্ধারণ করা হবে।

গত ৩ এপ্রিল দেশব্যাপী একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ১০ জুনের এইচএসসি ও ডিআইবিএসের (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। পরে স্থগিত পরীক্ষা ৮ জুন অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৩১ জুলাই ২০১৪

Post a Comment

Previous Post Next Post