গাজায় হামলায় বিএনপির যোগসূত্র থাকতে পারে- হাছান মাহমুদ

ঢাকা: গাজায় হামলার ঘটনায় ইসরায়েলি ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ পোষণ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক বনমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার জাতীয় গণগন্থাগারে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যে তিনি এ সন্দেহের কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘গাজায় হামলাকারী ইহুদিদের সঙ্গে বিএনপির যোগাযোগ থাকতে পারে। গতবার যখন ইসরায়েল গাজায় হামলা চালালো তখন তারা ক্ষমতায় ছিল। আমরা বিরোধী দলে থেকে সংসদে শোক প্রস্তাব করি কিন্তু তারা রাজি হয়নি। এখন হামলা হচ্ছে সেই বিষয়ে তারা নীরব ভূমিকা পালন করছে, যা প্রতিনিয়তই ইহুদিদের সঙ্গে যোগাযোগ থাকার প্রমাণ দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নেত্রী কেবল নির্বাচনের সময়ই ইসলামের কথা বলেন। এখন নিরীহ মুসলামনের ওপর ইসরায়েল যে হামলা চালাচ্ছে সে সম্পর্কে কিছু বলছেন না বরং উল্টো তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন।’

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শুরুতেই এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন। অথচ বিএনপির কোনো দায়িত্বশীল নেতা এ বিষয়ে মুখ খোলেননি।’

পদ্মাসেতু সম্পর্কে তিনি বলেন, ‘মির্জা ফকরুল সাহেব আগে বলেছেন, পদ্মাসেতু সরকার করতে পারবে না। আর বর্তমানে যখন পদ্মাসেতুর কাজ শুরু হয়েছে, তখন বলছেন সরকার দুর্নীতির আখড়া বসিয়েছে। প্রধানমন্ত্রী যখন দেশের নিজস্ব সামর্থ দিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করছেন, তখন তাদের আসল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে দেশকে পিছিয়ে নেয়া।’

আলোচনা সভায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম, আওয়ামী লীগের উপকমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।

উৎস: বিডিনিউজ

Post a Comment

Previous Post Next Post