নোয়াখালী সেনবাগ : দীর্ঘ এক মাস কারা ভোগের পর গত ২৭শে জুলাই ২০১৪ জালিমের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন ছাত্র শিবিরের নোয়াখালী জেলা উত্তরের সাবেক সাহিত্য সম্পাদক, সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের জামায়াত সেক্রেটারি ইসলামী আন্দোলনের বীর সেনা জামায়াত নেতা দ্বীন মোহাম্মদ।
সেনবাগের এই গণমানুষের প্রানপ্রিয় নেতা দ্বীন মোহাম্মদকে আজ তার নিজ এলাকায় জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং কাদরা ইউনিয়ন জামায়াত সভাপতি মাওলানা জয়নাল আবেদিনের সভাপতিত্বে ছাত্র নেতা সাইফুল ইসলাম পাটোয়ারীর পরিচালনায় বিকেল ৪ ঘটিকার সময় শতশত নেতা কর্মীর উপস্থিতিতে সংবর্ধনার আয়োজন করা হয়।
সেনবাগ উপজেলার জামায়াতে ইসলাসীর সংগ্রামী আমীর মাওলানা ইয়াছিন করিম, পৌরসভার জামায়াতের আমীর মাওলানা মোঃ হানিফ, নোয়াখালীর জেলা উত্তর ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দ ফুলের মালা দিয়ে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদকে বরণ করে নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মহানগর শিবির নেতা ফারুক, শিবির নোয়াখালী জেলা উত্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম, সেনবাগ সদর শিবির প্রকাশনা সম্পাদক আয়ুইব আলী, শিবির নেতা নূর মোহাম্মদ মুহিব, জামায়াত নেতা ও ৩নং ডমুরুয়া ইউনিয়ন সেক্রেটারি গিয়াস উদ্দিন মাঈন, মাওলানা আলাউদ্দিন, শাহ আলম, আবদুল মন্নান মেম্বার সহ জামায়াত শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রাহমান নিজামীর রায়কে কেন্দ্র করে গত ২৪শে জুন ২০১৪ ইং রাতে সম্পূর্ণ অন্যায় ভাবে আওয়ামী পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর কোর্টে নেয়ার পরিবর্তে থানায় রেখে চোখ বেঁধে মাথায়, কোমরে, শারিরীক নির্যাতন করা হয়।
সেনবাগ প্রতিনিধি/এমএআর/৩০ জুলাই ২০১৪