সেনবাগের গাজীরহাটে জামায়াতের ঈদপূণর্মিলনী অনুষ্ঠান সম্পূন্ন

সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার জামায়াত শিবিরের ঘাটি হিসেবে পরিচিত, ৩নং ডমুরুয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র গাজীরহাট বাজারের আবদুর রব প্লাজার দ্বিতীয় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং ডমুরুয়া ইউনিয়নের উদ্দোগে, সহসভাপতি মাওলানা আবুবকর ছিদ্দিক এম এর পরিচালনায়, সভাপতি মাওলানা আবুবকর ছিদ্দিকের সভাপতিত্বে  ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পূন্ন হয়েছে।

উক্ত ঈদ  পূণর্মিলনী অনুষ্ঠানে প্র্রধান অতিথির বক্তব্য রাখেন সেনবাগ উপজেলার দুইবার নির্বাচিত ভাইস্ চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক সাহেব, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইলামীর সেনবাগ কর্মপরিষদ সদস্য মাওলানা নাজিমুজ্জামান, ছাত্রশিবিরের নোয়াখালী জেলা সাবেক সভাপতি সেনবাগ পৌর জামায়াত সেক্রেটারি আনোয়ারুল আজীম সহেল, ছাত্রশিবিরের জেলা উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক- নজরুল ইসলাম, ৩নং ডমুরুয়া ইউনিয়ন জামায়াত সেক্রেটারি গিয়াস উদ্দিন, মাঈন, জামায়াত নেতা আলাউদ্দিন, নাছির উদ্দিন, এম এ আলীম, প্রমুখ।

জামায়াত নেতৃবৃন্দ সরকারের অপশক্তির বিরুদ্ধে সকল জনশক্তিকে ইস্পাত কঠিন ঐক্য গড়তে হবে বলে মন্তব্য করেছেন। তারা বলেন, প্রতারণার মাধ্যমে যারা ক্ষমতায় এসেছে তারা মুখে গণতন্ত্রের কথা বললেও কখনই তারা গণতন্ত্র বিশ্বাস করে না। সরকার শুধু ধর্মীয় চেতনা ও গণতন্ত্র ধ্বংস করেই ক্ষান্ত হয়নি, রাষ্ট্রের ব্যাংকগুলোও লুঠপাট করে শেষ করে দিয়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, কোনো মানুষেরই আজ শান্তি নেই। যারাই এ সরকারের লুঠপাটের বিরুদ্ধে কথা বলেছে তারাই নির্যাতন, হয়রানির শিকার হয়েছে। জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনতেই সকলকে ঐক্যের আহ্বান জানান তারা।

শিবির নেতৃবৃন্দ সরকারের সমালোচনা করে বলেন, হত্যা, হামলা, মামলা, নির্যাতন করে আল্লাহর কোরআনের পথ থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সরানো যাবেনা, যত নির্যাতন করা হবে ইসলামী আন্দোলনের কর্মীরা তত বেশী সাহাদাতের তামান্না নিয়ে ইসলামের প্রতি উর্জ্জিবিত হবে। 

শিবির নেতৃবৃন্দ আল্লামা সাঈদী সহ সকল জামায়াত শিবিরের নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে বলে জোর দাবী জানান। অন্যথায় জামায়াত শিবির এদেশের তৌহিদী জনতাকে সাথে নিয়ে তাদের জীবনবাজি রেখে সরকারের বিরুদ্ধে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলে প্রয়োজনে জেলের তালা ভেঙ্গে নেতৃবৃন্দকে মুক্ত করা হবে বলে সরকারকে হুশিয়ার করে দেন।

উক্ত ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে সকল পেশার মানুষ ও শুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে মুনাজাতের দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

সেনবাগ প্রতিনিধি/এমএআর/৩০ জুলাই২০১৪

Post a Comment

Previous Post Next Post