সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামে মাদক ব্যবসায়ী খোকনের বাড়ীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ বাপ্পী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৭৫পিস ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬০হাজার টাকা উদ্ধার করা হয়।
বুধবার দিবাগত রাত ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী আব্দুল আল মাস প্রকাশ বাপ্পী (১৮) ফেনী জেলার দাগনভূঞা উপজেলার বেতুয়া গ্রামের চেরাংবাড়ীর সিরাজ উদ্দিনের ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বীজবাগ ইউনিয়নের ধর্মপুর গ্রামের মাদক ব্যবসায়ী খোকনের বাড়ীতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী খোকন ও তার সহযোগী রাছেল পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ ৬০হাজার টাকাসহ বাপ্পীকে আটক করা হয়।
আব্দুর রাজ্জাকের ছেলে খোকন দীর্ঘদিন পর্যন্ত মাদক ব্যবসার সাথে জড়িত। তাকে আটককের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে ওসি জানান।
সেনবাগ প্রতিনিধি/এমএআর/ ৩১জুলাই ২০১৪