বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা’ একটি নাম, একটি ইতিহাস

আমাদের সামনে বাঁধার পাহাড়
সাথে বহে টলোমল রক্ত নদী
মঞ্জিল দূরে নয় দূঃসাহসে
কদম কদম পথ চলো যদি।

‘বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা’-একটি নাম, একটি ইতিহাস। সভ্যতার ক্রান্তিলগ্নে নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও দায়িত্বশীল জনগোষ্ঠীর প্রয়োজন আজ সর্বাপেক্ষা বেশি। বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা ছাত্রী অঙ্গনে এ উদ্দেশ্যকে সামনে নিয়েই কাজ করে চলেছে। জন্মলগ্ন থেকেই অজস্র বন্ধুর পথ মাড়িয়ে যেতে হয়েছে আমাদের প্রিয় এ সংগঠনটিকে। তারপরও থামেনি এ পথচলা। ইসলাম বিরোধী শক্তির কূটকৌশলকে চূর্ণ করার প্রত্যয়ে দীপ্ত এ সংগঠনটি ৩৭ বছরে উপনীত হয়েছে আজ। ১১ জন বিশ্বাসী বোনের জ্বেলে দেয়া আলো পথহারা হাজারো ছাত্রীকে দেখিয়েছে নতুন জীবনের স্বপ্ন, করেছে আত্ম প্রত্যয়ী। ইসলাম যে নারীকে মর্যদা আসনে অধিষ্ঠিত করেছে, আলোকিত এ পথের প্রত্যয়ী সাথীরা তাই প্রমাণ করতে সচেষ্ট। অজস্র প্রতিকূলতা ও সীমাবদ্ধতা সত্বেও সম্ভাবনাকে সম্বল করে আমরা এগিয়ে যেতে চাই সম্মুখের বিস্তৃত ময়দানে, মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন।

লেখক- সিরাজুম মনিরা ঝুমানা
ঢাকা বিশ্ববিদ্যালয়

সম্পাদনায়/এমএআর/দৈনিক সেনবাগের কণ্ঠ/১৫ জুলাই ২০১৪

Post a Comment

Previous Post Next Post