শোলাকিয়া ঈদগাহ ময়দানের খতিব মাওলানা ফরিদ উদ্দীন আহমেদ মাসঊদ বলেছেন, জামায়াত একটু সুযোগ পাইলে কারও কল্লা রাখবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় ‘যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধে গণজাগরণ মঞ্চের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন ‘আগে জামায়াতের বাইরে লবিং ছিল। এখন আওয়ামী লীগকে কিভাবে নিজেদের পক্ষে ব্যবহার করা যায় জামায়াত সেই লবিং করছে। সরকার ভাবছে জামায়াত চুপ, দেশে শান্তি আছে। কিন্তু সরকার জামায়াতের টোপ গিলতেছে। জামায়াত একটু সুযোগ পাইলে কারো কল্লাই থাকবে না। আমি আমার কল্লা নিয়ে চিন্তা করি না। আপনারা আপনাদের কল্লা নিয়ে চিন্তা করেন।’
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র কামাল পাশা চৌধুরী সভাটি পরিচালনা করেন।
তিনি আরও বলেন, ‘আইনমন্ত্রী অপরিপক্ব। আমি বলব, হাঙ্কিপাঙ্কি বাদ দেন। তা না হলে জনগণ রুখে দাঁড়াবে। বিচার না হলে শান্তি তো আসবেই না। সব ছারখার হয়ে যাবে।’
মাসঊদ বলেন, ‘জামায়াত শুধু যুদ্ধাপরাধীই নয়; এরা ইসলামেরও ভয়ঙ্কর শত্রু। ইসলামের নামে এরা মুনাফেকের দল। গোলাম আযম, সাঈদী এরা ইসলামের নামে বেশধারী। এটা জনগণকে বুঝাতে হবে।’
তিনি আরও বলেন, ‘জামায়াত যে কি ভয়ঙ্কর সেটা আপনাদের বুঝতে হবে। এরা ভয়ঙ্কর নদীর মতো চলছে। তারুণ্যের অহঙ্কারই পারে এদের রুখে দিতে।’
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি