বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেন, মাহে রমযান কোরআন নাজিলের মাস। মানব জাতির হেদায়াতের জন্য এই মাসেই মহাগ্রন্থ আল-কোরআনকে মানব জাতির সংবিধান রূপে নাজিল করা হয়। অথচ নব্বই ভাগ মুসলমানের এই দেশে কোরআন নাজিলের মাসেও কোরআন বিরোধী কার্যক্রম থেমে নেই। যারা কোরআনের বিধান মতে জীবন পরিচালনা করতে চান তাদেরকে পদে পদে হয়রানি করা হচ্ছে। কোরআনের আন্দোলন করার অপরাধে (?) কোরআন প্রেমিক জাতীয় নেতাদের রমযান মাসেও কারাগারে বন্দী রেখে নির্যাতন করা হচ্ছে। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে কোরআন প্রেমিক নাগরিকদের বিনা অপরাধে গ্রেফতার ও নির্যাতর করা হচ্ছে। অপরদিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে কোরআন বিরোধী অসামাজিক কার্যকলাপ বিনা বাধায় চলছে। সরকারী পৃষ্টপোষকতায় মাদক, অশ্লিলতা ও বেহায়াপনা শহর থেকে গ্রামে সর্বত্র ছড়িয়ে পড়ছে।
তিনি আজ ছাত্রশিবির বরিশাল মহানগরীর সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে মহানগরী শাখার দায়িত্বশীল নির্বাচন সম্পন্ন হয়। শাখা সভাপতি হিসেবে নির্বাচিত হন আহমদউল্লাহ শিহাব ও সেক্রেটারী মনোনীত হন রেদোয়ানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল মহানগরী জামায়াতের সেক্রেটারী জহির উদ্দিন আহমেদ বাবর।
শিবির সেক্রেটারী বলেন, মহান আল্লাহ রমযান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে আমাদের জন্য নির্ধারিত করেছেন। আমাদেরকে এই মাস থেকে রসদ নিয়ে বছরের বাকি সময়ে পথ চলতে হবে। কাজেই এই মাসে অন্য সব কাজ কমিয়ে দিয়ে ইবাদতের মশগুল হওয়া প্রত্যেকের কর্তব্য। একাগ্রতার সাথে ইবাদতের শিক্ষা নিতে পারলে আত্মসংশোধনের পথে অনেকটা এগিয়ে যাব।
তিনি বলেন, দেশ ও বিশ্বের চলমান অস্থিতিশীলতায় আমরা সহজেই অধৈর্য্য হয়ে পড়ি। রমযানেই আমাদের সবরের শিক্ষা নিতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে সর্বোচ্চ সবরের পরিচয় দিতে জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিকূল পরিবেশে ধৈর্য্যহারা না হয়ে আল্লাহর ওপর ভরসা করার শিক্ষা এই মাস থেকে গ্রহণ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে আমাদের নিজেদেরকে যে কোন পরীক্ষায় উত্তরণের যোগ্য হিসেবে তৈরি করতে হবে।
তিনি আরো বলেন, আত্মসমালোচনার জন্য সবচেয়ে বড় সুযোগ এই রমযান মাস। মাগফিরাতের এই মাসে রাব্বুল আলামীনের কাছে আমাদের গুনাহ মাফের জন্য ধর্ণা দিতে হবে। আমাদেরকেই দায়িত্ব নিয়ে রমযানের শিক্ষাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে।
তিনি নবনির্বাচিত দায়িত্বশীলরা যেন যথাযথভাবে দ্বীনি দায়িত্ব আঞ্জাম দিতে পারেন, সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
(মো. জামাল উদ্দিন)
সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির