গোল্ডেন বুট, গোল্ডেন বল নয়, বিশ্বকাপ জিততে চাই : নেইমার

গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল কোনো কিছুর প্রতিই আগ্রহ নেই নেইমারের। তার একমাত্র লক্ষ্য এবারের বিশ্বকাপ ঘরে তোলা। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ব্রাজিলের ২২ বছর বয়সী এ তারকা ফুটবলার।

সাক্ষাৎকারে নেইমার বলেন, বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার ব্যাপারে বিশেষ আগ্রহ নেই আমার। আমার একমাত্র আগ্রহ বিশ্বকাপ জেতার।
ব্রাজিলের এ তারকা ফুটবলার জানান, শুধু মাত্র গোল করে নয়, ভালো খেলে আমার দলকে সাহায্য করতে চাই।

বিশ্বকাপে এ পর্যন্ত চারটি গোল করেছেন নেইমার। তবে তার চেয়ে এক গোল বেশি করে শীর্ষে আছেন কলম্বিয়ার জেমস রড্রিগুয়েজ।
নেইমার আরো বলেন, আমি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে চাই না। এমনকি সেরা গোলদাতাও হতে চাই না। আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপ জেতা।

তিনি বলেন, আমি সব সময় বিশ্বকাপ ঘরে তোলার স্বপ্ন দেখেছি। কিভাবে এ স্বপ্ন পূরণ কবর জানি না। কিন্তু যে করেই হোক আমি বিশ্বকাপ জিততে চাই। আমি সঙ্গীদের নিয়ে ভালো খেলে দলকে সাহায্য করতে চাই। আশা করছি বিশ্বকাপ জয় করে এ স্বপ্ন পূরণ করব।

উৎসঃ   নয়া দিগন্ত

Post a Comment

Previous Post Next Post