বগুড়ার নন্দীগ্রামে জাসদ দলীয় এমপির বিরুদ্ধে জুতা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। আওয়মী লীগের জুতা মিছিলকে কেন্দ্র করে উপজেলা জাসদ নেতাকর্মীরা মিছিল করে উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে মারপিট করেছে। এঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও জাসদ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় উপজেলা পরিষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানাগেছে, নন্দীগ্রাম উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় গম বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গতকাল বুধবার দুপুর দেড়টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমানের নেতৃত্বে জুতা মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দুপুর সোয়া ২টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমান উপজেলা পরিষদের সামনে দাঁড়ান। এসময় জুতা মিছিলের প্রতিবাদে জাসদ নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গেলে কতিপয় নেতাকর্মী মিছিল থেকে বের হয়ে আওয়ামী লীগ সভাপতির উপর হামলা চালায়। তারা তাকে মারপিট করে মিছিল নিয়ে চলে যায়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমানকে উদ্ধার করে। এঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী ও জাসদ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় উপজেলা পরিষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ শাজাহান আলী জনান, উপজেলায় জাসদ ও আওয়ামী লীগ পৃথকভাবে মিছিল করেছে। সংঘর্ষ বা যে কোন দুর্ঘটনা এড়াতে উপজেলা পরিষদ ও তার আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।
বগুড়ার নন্দীগ্রামে জাসদের এমপির বিরুদ্ধে জুতা মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। এদিকে মিছিল বের করায় উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে মারপিট করেছে জাসদ নেতাকর্মীরা।
জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের আওতায় গম বরাদ্দ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জুতা মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে দুপুর সোয়া ২টার দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহেদুর রহমান উপজেলা পরিষদের সামনে বসে চা পান করছিলেন। এ সময় জুতা মিছিলের প্রতিবাদে জাসদ নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করে আওয়ামী লীগ সভাপতির উপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাহেদুর রহমানকে উদ্ধার করে।
এ নিয়ে উভয় দলের নেতাকর্মীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘষের আশংকায় উপজেলা পরিষদের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বগুড়ায় এমপির বিরুদ্ধে জুতামিছিল : আওয়ামী লীগ সভাপতিকে পিটুনি
Tags:
নিউজ রাজনীতি