যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে ছাত্রশিবির নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে -শিবির সেক্রেটারি জেনারেল

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে দেশকে সন্ত্রাসবাদের পথে ঠেলে দিচ্ছে সরকার। মাদক, অপসংস্কৃতি বিকাশের মাধ্যমে যুবসমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। ছাত্র ও যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

গতকাল মঙ্গলবার ছাত্রশিবির কক্সবাজার শহর শাখার সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কক্সবাজার শহরের স্থানীয় এক মিলনায়তনে দিনব্যাপী এই শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। শহর সভাপতি দিদারুল ইসলাম এর সভাপতিত্বে সেক্রেটারি জাহাঙ্গাীর আলমের পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক দেলাওয়ার হোসেন।

শিবির সেক্রেটারি জেনারেল বলেন, বর্তমানে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। তাদের সন্ত্রাসী কার্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলোসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। ‘টর্চার সেল’ গঠন করে নিরীহ ছাত্রদের মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতনের মাধ্যমে হত্যা করছে ছাত্রলীগ। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ছাত্রনামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। ফলে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। ঠিক এমনি এক সময়ে ছাত্রশিবির ধৈর্য্য ও সাহসিকতার সাথে সকল পরিস্থিতি মোকাবিলা করে ছাত্রসমাজের কাছে মুক্তির বানী পৌঁছে দিচ্ছে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের পথ থেকে দূরে থাকার কোন সুযোগ নেই। আল্লাহ তায়ালার উপর ভরসা করে প্রতিটি ছাত্রের কাছে ইসলামের সুমহান বাণী পৌছে দিতে হবে। এ কাজে সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে থাকতে হবে। ছাত্রসমাজের এ অবক্ষয় রোধে ইসলামের দিক নির্দেশনার আলোকে জীবন পরিচালনা ছাড়া যে আর কোন বিকল্প নেই, তা ছাত্রসমাজকে উপলব্ধি করাতে হবে। প্রেসবিজ্ঞপ্তি।

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post