জলবায়ুর পরিবর্তন রোধে বেশী করে গাছ লাগানোর বিকল্প নেই -শিবির সভাপতি

রাজধানীসহ সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জলবায়ুর পরিবর্তন রোধে বেশী করে গাছ লাগানোর বিকল্প নেই -শিবির সভাপতি

স্টাফ রিপোর্টার : রাজধানীসহ সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে ইসলামী ছাত্রশিবির। ঢাকায় এ কর্মসূচি উদ্বোধনকালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার বলেন, বেশী করে গাছ লাগানোর মাধ্যমে বাংলাদেশে সবুজ বিপ্লব ঘটাতে হবে। দেশকে পরিবেশের ক্ষতিকর দিক থেকে রক্ষা পেতে এবং সবুজ-শ্যামলিমায় ভরে তুলতে বেশী করে গাছ লাগাতে হবে। এতে করে  পরিবেশ রক্ষার পাশাপাশি দেশ আর্থিকভাবেও  লাভবান হবে। কাজেই জলবায়ুর পরিবর্তন রোধে বেশী করে গাছ লাগানোর কোন বিকল্প নেই।

গতকাল মঙ্গলবার  সকাল ১০টায় উত্তরায় সপ্তাহ ব্যাপি এ কর্মসূচীর উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। গাছের চারা রোপণ ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, সমাজসেবা সম্পাদক শেখ এনামুল কবির, তথ্য সম্পাদক শরীফ রায়হান, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী এম ফয়সাল পারভেজ, অর্থসম্পাদক তারিক হাসান, প্রশিক্ষণ সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আশিকুর রহমান আসিফ, রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি সফল করার আহবান জানিয়ে শিবির সভাপতি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যেসব দেশ পরিবেশগত ভাবে হুমকির মুখে আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। প্রতিনিয়ত যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে গাছ লাগানো হচ্ছে না। ফলে প্রতিবছর আবহাওয়ার ব্যাপক পরিবর্তন দেখা দিচ্ছে।  জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশকে প্রতিবছরই সিডর, আইলা, মহাসেনের মত প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়। এসব প্রাকৃতিক দূর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে বেশী করে গাছ লাগাতে হবে। বৃক্ষরোপন সপ্তাহে জন-মানুষের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে এ অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি আরো বলেন, সরকার দলীয় ছাত্রসংগঠন যে সময় হত্যার রাজনীতিতে ব্যস্ত ঠিক সে সময়ে ছাত্রশিবির মেধাবী ছাত্রদের সংবর্ধনা, পরিবেশ রক্ষায় গাছ লাগনোসহ বিভিন্ন প্রকার সমাজ সচেতনতামূলক কার্যক্রমে ব্যস্ত। কিন্তু বর্তমানে সরকার শিবিরকে এ সকল কাজে সহযোগিতা না করে উল্টো নির্যাতন করছে। সরকারের উচিৎ, ছাত্রশিবির কর্মীদের বিরুদ্ধে অন্যায় আচরণ না করে সমাজ ও দেশের কল্যাণে ছাত্রশিবিরের গঠনমূলক কাজে সহযোগিতা করা।

ঢাকা মহানগরী পূর্ব: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বৃক্ষরোপণ ও বিতরণ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার। শাখা সভাপতি রেজাউল হক রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু, মানবাধিকার বিষয়ক সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উৎসঃ দৈনিক সংগ্রাম

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post