11 Jun, 2014
নরসিংদী শহরে খাসির মাংসের নামে হিসেবে কুকুরের মাংস বিক্রির দায়ে কালাম মাসুদ (৪২) নামে এক মাংস বিক্রেতার দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজ এই আদেশ দেন।
জানা গেছে, শহরের চৌয়ালা এলাকায় কুকুরের মাংস বিক্রি করার সময় নরসিংদীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সৈয়দ সামসুল তাবরীজের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ওই মাংস বিক্রেতা কালামকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি কুকুরের মাংস, লেজ, মাথা ও চামড়া উদ্ধার করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেন।
অভিযোগে প্রকাশ, দীর্ঘ দিন যাবত কালাম শহরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে খাসির মাংস নামে কুকুরের মাংস সরবরাহ করে আসছিল।
উৎসঃ ইত্তেফাক
এম/এ/আর/সেনবাগ