‘ইসলাম ধর্মে রাজনীতির স্বীকৃতি দেওয়া হয়নি’: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী

11 Jun, 2014
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ‘সকল বিষয় নিয়ে রাজনীতি করা গেলেও ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়। ইসলাম ধর্মের কোথাও তার স্বীকৃতি দেওয়া হয়নি।’

তিনি বলেন, ‘বর্তমান শিক্ষানীতিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রায় একই ধরণের পাঠ্য পুস্তক নির্ধারণ করা হয়েছে। ফলে মাদ্রাসা শিক্ষাকে এখন আর অবহেলা করা চলবে না। মাদ্রাসায় এখন শুধু মেধাবীরাই পড়াশুনার সুযোগ পারবে।’

শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূরকরণের লক্ষ্যে বর্তমান শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার চারতলা ভিত্তি বিশিষ্ট্য নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কালিয়াকৈর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো. ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. ছামিউল হক ফারুকী প্রমুখ।

উৎসঃ   প্রাইমনিউজ

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post