গোল দিয়ে সমতা আনলেন নেইমার

নেইমার নিজেই সমতা ফিরালেন ৩০ মিনিটের মাথায়। এর আগে উদ্বোধনী ম্যাচে প্রথম ১১মিনিটে মার্সেলোর আত্মঘাতী গোলে পিছিয়ে ছিলো পাঁচবারের চ্যাম্পিয়ন স্বাগতিক ব্রাজিল।

খেলার শুরু থেকে ক্রোয়েশিয়া কিছুটা রক্ষণাত্মক খেললেও থেমে থেমে আক্রমণ করার চেষ্টা করে ক্রোয়েশিয়া। খেলার ১১মিনিটে নিকিচা জেলাভিচ বাম পায়ে সেন্টার বক্সে থাকা ওলিকে উদ্দেশে করা পাস মিস করলেও ব্রাজিলের মার্সেলোর পায়ে লেগে বল জালে জড়িয়ে পড়ে।

এরপর ২১মিনিটের মাথায় ব্রাজিলের একটা গোলের সম্ভাবনা তৈরি হলেও ওসকারের শর্ট লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে ৩০ মিনিটে নেইমার এতটুকু দেরী করেন নি।

মেজাজটা খিচরেই ছিলো। প্রতিশোধের স্পৃহা চূড়ান্ত কারণ দুই মিনিট আগে একটি হলুদ কার্ড খেতে হয় নেইমারকে।

Post a Comment

Previous Post Next Post