নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেছেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান ও আইন অনুযায়ী একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সকল দল মিলে সিদ্ধান্ত নিলে যে কোনো সময় আরেকটি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে কমিশন।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা সার্ভার স্টেশনের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
জাতীয় পরিচয়পত্রের ব্যবহার প্রসঙ্গে আবু হাফিজ বলেন, প্রথম দিকে এটি শুধু ভোট প্রদানের ক্ষেত্রে ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে নানান অসৎ কাজে অবৈধভাবে এটি ব্যবহার করা হচ্ছে। এজন্য নির্বাচন কমিশন শিগগিরই স্মার্ট কার্ড প্রবর্তণের উদ্যোগ নিয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক এবিএম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।
উৎসঃ শীর্ষ নিউজ
এম/এ/আর/সেনবাগ