হলুদ কার্ড পেলেন নেইমার

বলের দখলে এগিয়ে থাকলেও প্রথম ম্যাচের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। আত্মঘাতী গোলে পিছিয়ে থাকা ব্রাজিলের প্রাণভোমরা নেইমার ২৭ মিনিটের মাথায় হজম করলেন প্রথম হলুদ কার্ড। ক্রোয়েশিয়ান তারকা ফরোয়ার্ড লুকা মড্রিচকে ফাউল করার কারণে তাকে হলুদ কার্ড দেখান রেফারি নিশিমুরা।

অবশ্য, তিন মিনিটের মাথায়ই প্রতিপক্ষের জালে বল জড়িয়ে পাল্টা শোধ তুলে নেন নেইমার।
প্রথমার্ধের ৩০ মিনিটের মাথায় ম্যাচের ফলাফল দাঁড়িয়েছে ক্রোয়েশিয়া১- ব্রাজিল১।

Post a Comment

Previous Post Next Post