ব্রাজিল বিশ্বকাপের উদ্বোধনী শুরু

জোহানেসবার্গের পর সাও পাওলো। চার বছরের ব্যবধানে আবার এক ছাতার নিচের সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা। সাদা-কালো-লাল-পীত-তামাটে সব ধরনের মানুষ এক সুর আর এক গানে। ওলে ওলার ছন্দে পেলের দেশের শহর সাওপাওলোতে দ্বিতীয় বারের মতো মাঠে গড়ানোর ক্ষণে ফুটবল বিশ্বকাপ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১২টার কিছুক্ষণ পর এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post