নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ফেনী-সোনাইমুড়ী সড়কের গাজীরহাট এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখো-মুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন।
সোমবার রাত পৌনে ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার কেশরপাড় ইউনিয়নের পূর্বছাতারপাইয়া এলাকার আলী হাসানের ছেলে বেলাল হোসেন (৪৫) ও ওই ইউনিয়নের বীরকোর্ট এলাকার আব্দুল মোমিনের ছেলে কাউসার আহমেদ সজিব (৮)। আহতরা হলেন, সিএনজি চালক আব্দুল হালিম (৩৫), নিহত সজিবের বাবা আব্দুল মোমিন (৪০) এবং রমজান আলী (৩৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে উপজেলার ফেনী-সোনাইমুড়ী সড়কে কানকিরহাট থেকে ছেড়ে আসা স্ক্যাইল্যন্ড সার্ভিসের একটি যাত্রীবাহী বাস সেনবাগ থেকে ছেড়ে আসা একটি সিএনজিকে সামনে থেকে চাপা দেয়। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রীর মধ্যে ২ জন ঘটনাস্থলে নিহত হয়।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় চালক আব্দুল হালিম ও আব্দুল মোমিনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ও রামজান আলীকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
এম/এ/আর/সেনবাগ