সেনবাগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ পৌরসভার মগুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামে এক সিএনজিচালিত অটোরিকশার চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে। তিনি এলাকার বেলাল হোসেনর ছেলে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ারসহ কয়েকজন বেলা ১১টার দিকে বিদ্যুৎচালিত মটর দিয়ে তাদের পুকুর ও খেতে পানি দেওয়ার জন্য মটর মেরামত করছিল। এ সময় অসাবধানতাবসত মটরে বিদ্যুৎ থাকায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে আনোয়ারের মৃত্যু হয়। এ সময় আনোয়ারের সঙ্গে থাকা অপর দুজন আহত হয়। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আনোয়ার হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক।

এম/এ/আর /১০জুন ২০১৪/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post