নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় ভূমি ব্যক্তি বিশেষ দখলে চেষ্টা

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় ভূমি ব্যক্তি বিশেষ দখলে চেষ্টা করার বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা মানববন্ধন করেছে। পরে তারা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদান করে।

রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধন থেকে ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক এ কে এম জাফর আহম্মেদ পাটোয়ারী জানান, ১৯৫৯ সাল থেকে নোয়াখালীর সেনবাগের ২৭৬ সোনাকান্দি মৌজার ৪.৬১ একর ভুমি ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ের দখলে রয়েছে।

বর্তমানে একই এলাকার মৃত মজিবুল হকের ওয়ারিশ এ ওয়াই এম একরামুল হক ( যুগ্ম সচিব -ও এস ডি) ভুমি আপীল বোর্ড মামলা নং ৪-২০/২০১৩ ফুল বোর্ডকে প্রভাবিত করে ১৯-১-২০১৪ তারিখে রিভিউ মজ্ঞুর করে। যার প্রেক্ষিতে সেনবাগের সহকারী কমিশনার (ভুমি) কতৃক রুজুকৃত উচ্ছেদ মামলা নং ৪/১৩-১৪ পেক্ষিতে বিদ্যালয়ের দ্বিতলা ভবন ও স্থাপনা, বিজ্ঞান ভবন, প্রধান শিক্ষকের বাসভবন, শহীদ মিনার, মসজিদ, মক্তব, গণশৌচাগার উচ্ছেদের প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসী নিজের জীবন দিয়ে হলেও বিদ্যালয়ের সম্পদ রক্ষা করবে।

ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয় সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান জানান, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক ও অভিভাবকরা জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে মাববন্ধন ও স্বারকলিপি প্রদান করে এ উচ্ছেদের প্রক্রিয়া বন্ধের দাবী জানিয়েছেন।

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post