চট্টগ্রামের পথে সাকা চৌধুরী

যুদ্ধাপরাধ মামলায় কারাগারে আটক কেন্দ্রিয় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকে কাশিমপুর কারাগার থেকে চট্টগ্রাম কারাগারে আনা হচ্ছে।

আগামী ১৫ জুন চট্টগ্রাম আদালতে একটি দুটি মামলায় হাজিরা দিতে সাকা চৌধুরীকে চট্টগ্রাম নিয়ে আসা হচ্ছে বলে তার ঘনিষ্ট্ সুত্রগুলো নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল নেতা আওরঙ্গজেব খান সম্রাট সিটিজি নিউজ ডটকমকে জানানা, চট্টগ্রাম পুলিশের একটি টিম সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে চট্টগ্রামের দিকে যাত্রা করেছেন।
সাকার সঙ্গে থাকা তার ব্যাক্তিগত কর্মকর্তা শিবলী জানান, আগামী ১৫ জুন আদালতে হাজির হতে স্যারকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছি। আশাকরি সন্ধ্যার আগেই চট্টগ্রাম পৌছতে পারবো।

সাকা চৌধুরীর মামলার আইনজীবি এডভোকেট নাসিমা আক্তার চৌধুরী জানান, সালাউদ্দিন কাদের সাহেবের বিরুদ্ধে সীতাকুণ্ড গাড়ি ভাঙচুর গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় (১/১২/ এবং ১১/১১/ নং) আগামী ১৫ জুন চার্জ শুনানীর তারিখ রয়েছে। সেদিন তাকেসহ ২ মামলায় সকল আসামীকে আদালতে হাজির করা হবে।

এদিকে চট্টগ্রাম কারাগারের সিনিয়র জেল সুপার মো. ছগির মিয়া জানান, সালাউদ্দিন কাদের চৌধুরীকে চট্টগ্রামে আনার বিষয়টি কোর্ট পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। সে মতে জেলখানায় তার জন্য ব্যবস্থা আমরা নিয়েছি।

উল্লেখ্য, সাকা চৌধুরীকে গ্রেফতারের আগে ২০১০ সালের ৭ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাশঁবাড়িয়া ও ফৌজদারহাট এলাকায় দুটি গাড়ীতে পেট্রোল বোমা মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেয় এবং কয়েকটি ভাঙচুর করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে সাকা চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহবায়ক লায়ন আসলাম চৌধুরীসহ একটিতে ১১ জন অন্যটিতে ১৪ জনকে আসামী করে ২টি পৃথক মামলা দায়ের করেন। মামলাগুলো বিচার কাজ চলছে চট্টগ্রাম আদালতে।

উৎস: সিটিজি নিউজ

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post