একজন অসহায় মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন

একজন দুখি মানুষকে বাঁচাতে এগিয়ে আসুন। লোকটির নাম শেখ আহম্মদ, পিতার নাম মৃত আঃ জব্বার, বাড়ি সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামে।

সে সেনবাগ বাজারে কুলির কাজ করতো । মনে অনেক জোর ছিলো, একাই এক বস্তা চাল বা আলূ ট্রাক থেকে নামিয়ে পেলতে পারতো । সে একবারেই গবির মানুষ , তারা ভাইবোন ৬জন এর মধ্যে এক ভাই ও এক বোন অন্ধ। টাকার অভাবে ৩৫ বছর বয়সেও বিবাহ করতে পারেনি সে। বিবাহ করবেন বলে কুলির কাজ করে কিছূ টাকাও জমিয়েছেন তিনি। কিন্তু তার সে স্বপ্ন ভেঙ্গে ধুলিশাত হয়ে গেছে এক সড়ক দুর্ঘটনায়।

গত কিছুদিন আগে সেনবাগ উপজেলার শাহাপুর ষ্ট্রিল ব্রিজের সামনে নছিমন নামক একটি গাড়ি ভেঙ্গে চুরমার করে দেয় তার সাজানো সকল স্বপ্ন। সড়ক দুর্ঘটনায় ভেঙ্গে গেছে তার বাম পা টি।

বাজারের ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আমান উল্যা ও সাধারণ সম্পাদক মামুন শালিস দরবার করে নশিমন গাড়ির মালিক ইউচুফ টেড্রাসের কাছ থেকে ৬০হাজার জরিমান আদায়ই করে দেয়। সে ৬০হাজার টাকা, বিবাহের জন্য জমানো সব টাকা এবং বাজার ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে তিন মাস যাবত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করিয়েছেন তিনি ।

একমাস পর পুনরায় হাসপাতালে যাওয়ার নির্দেশ প্রদান করে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু টাকার অভাবে পুনরায় হাসপাতালে যেতে পারছে না সে। তার প্রতিটি মহুত্ব কাটছে যন্ত্রনায়।

পায়ে লোহার রড বাধা অবস্থায় মৃত্যূর সাথে পঞ্জা লড়ে যাচ্ছে এ অসহায় মানুষটি। যে লোকটির আয়ে চলতো সংসার, সে তো এখন পঙ্গু। কোথায় পাবে পরবর্তি চিকিৎসার টাকা। তাই দানবীর ,সমাজের বৃত্তবান ব্যাক্তি ,সামাজিক সংঘটন, ব্যাংক বীমা,সরকারি কোষাগার, ,মেয়র, চেয়ারম্যান সকলের নিটক আকুল আবেদন এই অসহায় লোকটিকে বাঁচাত আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

বিন্নাগুনিবাসি

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post