ফেনীতে ফরমালিন ঠেকাতে সাঁড়াসি অভিযান ৪ টন আম ও লিচু ধ্বংস।

নিজস্ব প্রতিনিধি
ফেনীতে ফরমালিন যুক্ত ফল বিক্রি ঠেকাতে সাঁড়াসি অভিযান শুরু করেছে ফেনী জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে শহরের ট্রাংক রোড় এলাকায় অভিযান চালিয়ে বিষাক্ত ফরমালিন মেশানো ৪ টন আম ও লিচু জব্দ করে ভ্রাম্যমান আদালত।
সংশ্লিষ্ট সূত্র মতে, ফেনী থেকে প্রতিদিন প্রায় কয়েক কোটি টাকার ফল যায় আশপাশের জেলাগুলোতে। খোঁজ নিয়ে জানা গেছে মহিপালের নজির আহাম্মদ ফল বিতান, রেলষ্টেশন রোড়ের বিভিন্ন আড়তে ফলে ফরমালিন মেশানো হয়। এসব ফল নিয়মিত ফেনীর ৬টি উপজেলা ছাড়াও মিরসরাই, খাগড়াছড়ি, বান্দরবন, সেনবাগ, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন জেলা উপজেলায় সরবরাহ করে পাইকারী বিক্রেতারা। নাম প্রকাশ না করার শর্তে নাজির আহাম্মদ ফল বিতানের এক বিক্রেতা জানান, ফলে (ঔষধ) ফরমালিন মেশালে রং আকর্ষনীয় ও বেশিদিন তাজা থাকে। এ ফল খুচরা বিক্রেতারা নিজেদের ইচ্ছেমত আস্তে আস্তে বিক্রি করে। দীর্ঘদিন থেকে জেলা প্রশাসন এ ধরনের ফল বিপনন করতে ব্যাপক প্রচারণা চালালেও কর্ণপাত করতে দেখা যায়নি কিছু অসাধু ব্যাবসায়ীদের। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরমালিন মেশানো ফল বিক্রি ঠেকাতে সাঁড়াশি অভিযানে নামেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ শরিফুল আলম তানভীর। এসময় ফেনীর ট্রাংক রোড়স্থ ফলের বিপনী বিতানগুলো থেকে ফরমালিন মেশানোর দায়ে প্রায় ৪ টন আম ও লিচু জব্দ ও পরে ধ্বংস করে আদালত। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) মুহাম্মদ শামছুল আলম সরকার, ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ, ফেনী পৌরসভার প্যানেল মেয়র সাইফুর রহমান প্রমূখ।

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post