সম্মানিত আলেম সমাজ! আপনারা আর চুপ করে থাকবেন না।

সম্মানিত আলেম সমাজ!

“আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী বিশ্বব্যাপি হাজার হাজার আলেমের মডেল । দেশের প্রায় সকল আলেম-উলামাগণ একটু হলেও চেষ্টা করেন আল্লামা সাঈদীর স্টাইলে তাফসীর করতে।

আজ আপনাদের মডেল আল্লামা সাঈদী সরকারের আজ্ঞাবহ মিথ্যা-অবৈধ ট্রাইবুনাল কর্তৃক ফাঁসির আসামী হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কঠিন সময় অতিবাহিত করছেন ।

আল্লামা সাঈদীর একমাত্র অপরাধ তিনি সাবলিল ভাষায় কুরআনের বিপ্লবী দাওয়াত দেশের প্রতিটি আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন।
আপনারা আর চুপ করে থাকবেন না । আল্লাহর ওয়াস্তে আপনারা হক কথা বলুন।

আপনারা জেল জুলুমের পরোয়া না করে আল্লামা সাঈদীর মুক্তি আন্দোলনের নেতৃত্ব দিন। আমার মতো লক্ষ কোটি যুবক আপনাদের পেছনে আল্লামা সাঈদীর মুক্তির জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত আছে। আমরা শুধু একটি মহাবিপ্লবের আহবানের প্রতিক্ষায় আছি।।”

বিশ্বাস করুন, আল্লামা সাঈদীর বিচার করতে পারলে এ দেশে ইসলামের কথা, কুরআনের কথা বলার উপায় থাকবে না । কুরআনের তাফসীর মাহফিল করতে দেবে না । দাড়ি টুপি নিয়ে রাস্তায় চলতে দিবেনা।

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post