ফেনীতে অজ্ঞাত যুবককে ছুরিকাঘাতে হত্যা

ফেনী শহরে মঙ্গলবার রাতে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার পর সদর হাসপাতালে লাশ রেখে পালিয়েছে দূর্বৃত্তরা। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।

হাসপাতাল সূত্র জানায়, রাত ৮ টার দিকে সিএনজি অটো ট্যাক্সি যোগে এক যুবকের লাশ ফেনী আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। চালক লাশটি হাসপাতালের জরুরী বিভাগে রেখে দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল হক সহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসে।

জানতে চাইলে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, কোথায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে তা পুলিশ নিশ্চিত হতে পারেনি। নিহতের বুকের বাম পাশ্বে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতের বয়স অনুমান ২৫ বছর। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

উৎসঃ আজকের সময়

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post