নোয়াখালীতে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষায় বর্ণাঢ্য র্যালী করেছে নোয়াখালী শহর ছাত্রশিবির। সংগঠনের নোয়াখালী শহর সভাপতি গিয়াস কামাল সাজুর নেতৃত্বে সোমবার দুপুর ২টায় বর্ণাঢ্য র্যালীটি জেলার মোহাম্মদীয়া হোটেলের সামনে থেকে শুরু হয়ে জেলা শহর মাইজদীর প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌরবাজার গিয়ে সমাবেশে করে। র্যালীতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর সেক্রটারি মাহবুব এলাহী, প্রকাশনা সম্পাদক হাম্মাদুর রহমান, সাহিত্য সম্পাদক আলী আশরাফ, মাদরাসা কার্যক্রম সম্পাদক মিজানুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক মু. এমদাদুল হক, নোবিপ্রবি সভাপতি শামিম ইউসুফ, নোয়াখালী কলেজ সভাপতি আমিরুল ইসলাম নাসিম, পৌরসভা পূর্ব সভাপতি আহসান উল্লাহ, আবদুল্লাহ আল মাসুম সহ শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি
Tags:
নিউজ শিবির