গডফাদারদের পক্ষে সরকার: আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘মিরপুরে বিহারি হত্যাকাণ্ডে জড়িত ইলিয়াস মোল্লাকে গ্রেফতার করলে বুঝবো সরকার বিচার চায়। নয়তো বুঝবো সরকার গডফাদরদের পক্ষে।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে এক মুক্ত আলোচনায় তিনি এসব কথা কলেন। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (আরএমএমআরইউ) এ মুক্ত আলোচনার আয়োজন করে।

তিনি বলেন, ‘যদি বোমা মারার অভিযোগে বিএনপি নেতা এম কে আনোয়ার ও ব্যারিস্টার মওদুদকে গ্রেফতার দেখিয়ে জেল খাটানো যায়-তাহলে বিহারি হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধা কোথায়।’

ইলিয়াস মোল্লা, ফেনীর হাজারী ও নারায়ণগঞ্জের শামীম ওসমানদের রাষ্ট্রীয়ভাবে প্রশ্রয় দেয়া হচ্ছে বলে আসিফ নজরুলের অভিযোগ।

আসিফ নজরুল বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার সম্পন্ন করে শেখ হাসিনা বলেছেন-দেশ দায়মুক্তি পেয়েছে। আমি বলতে চাই-তার শাসনামলে যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসবের দায়মুক্তি কবে হবে।’

তিনি অভিযোগ করেন, নারায়ণগঞ্জের ঘটনার মূল নায়কদের আড়াল করতে নূর হোসেনকে ভারতে গ্রেফতার দেখানো হয়েছে। যাতে সে দেশে আসতে না পারে।

হত্যাকারীদের বিরুদ্ধে রায় দিলে আদালতকে চোখ রাঙানো হয় বলেও তিনি অভিযোগ করেন।

মুক্ত আলোচনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আইনজীবী ড. শাহদীন মালিক। এসময় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আয়োজক সংগঠনের সমন্বয়ক সি আর আবরার, উর্দুভাষী অ্যাডভোকেট খালেদ হোসেন, জাতীয় মুক্তি কাউন্সিলের ওবায়দুল হক লালা, মানবাধিকার কর্মী আফসান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
উৎসঃ প্রাইম নিউজ

Post a Comment

Previous Post Next Post