কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শিবিরের সাবেক সভাপতির ইন্তেকাল।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম (৩০) ইন্তেকাল করেছেন। ইন্নলিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় তার কর্মস্থল কুমিল্লা সিটি এলাকার একটি প্রাইভেট কলেজে হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি সর্বশেষ ২০১১ সালে কুমিল্লা মহানগর শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি সন্তান সম্ভবা স্ত্রী, পাঁচ ভাই, তিন বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার রাত নয়টায় তাকে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সানন্দপারা গ্রামে জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সেক্রেটারী মোসলেহ উদ্দীন, কুমিল্লা মহানগর শিবিরের সভাপতি মোঃ শাহআলম ও সেক্রেটারী মো: কামাল উদ্দীন।

উৎসঃ পেইজবুক

এম/এ/আর/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post