সংসদের মেয়াদ তিন বছর করার দাবি

11June 2014
ঢাকা: জাতীয় সংসদের মেয়াদ তিন বছর করার দাবি জানিয়েছে বাংলাদেশ নিউ সংসদ লীগ (বিএনএসএল) নামের একটি রাজনৈতিক দল। একই সঙ্গে তাদের তৈরি করা ৩৮ দফা বাস্তবায়নেরও দাবি জানিয়েছে দলটি।

বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দলের দাবিগুলো তুলে ধরেন।

তিনি বলেন, ‘একজন সংসদ সদস্য পাঁচ বছর ক্ষমতায় থাকার কারণে নানারকম অপকর্ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিন বছর ক্ষমতায় থাকলে তারা দুর্নীতি অনেকাংশে কম করতে পারবে।’

৩৮ দফার মধ্যে রয়েছে- কেন্দ্রীয় সরকার ও দেশের মধ্য থেকে সৎ, গ্রহণযোগ্য ও নির্দলীয় ব্যক্তিকে রাষ্ট্রপ্রধান করা, একজন উপ রাষ্ট্রপতি নিয়োগ করা, বাংলাদেশকে কয়েকটি প্রদেশে বিভক্ত করা, প্রদেশ ভিত্তিক শাসন ব্যবস্থা চালু করা, জাতীয় সংসদের মেয়াদ তিন বছর করা, বিরোধী দল থেকে আনুপাতিকহারে মন্ত্রিত্ব দেয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা ও উপজেলা ভিত্তিক শিল্প এলাকা গড়ে তোলা।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন- পার্টির চেয়ারম্যান শাহিনুর ইসলাম (নায়েম), যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন ভুইয়া প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম

এম/এ/সেনবাগ

Post a Comment

Previous Post Next Post