কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর শিবির সভাপতি নিহত ||

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মহানগর ছাত্র শিবিরের সভাপতি ডা. মোজাম্মেল হক নিহত হয়েছেন।

انا لله وانا اليه راجعون

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে কুমিল্লার ময়নামতি-নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নগরীর মেডিকেল সেন্টারে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে মারা যান।

নিহত ডা. মোজাম্মেল হক গত বছর কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মকরবপুরে। এছাড়া সে সাবেক ইউপি চেয়ারম্যান মাজরুল ইসলামের ছোট ভাই এবং কুমিল্লা মহানগর ছাত্র শিবিরের সভাপতি।

শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লা শহরে ১ম জানাযার নামাজ এবং বিকেল ৫টা নিজ এলাকা নাঙ্গলকোট উপজেলার মকরবপুর বাজরে নিজ বাড়ীতে   ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Post a Comment

Previous Post Next Post