লক্ষ্মীপুরে জামায়াতের ছাত্রী সংস্থার ৮ কর্মী আটক

লক্ষ্মীপুরে বৈঠক চলাকালে জামায়াতে ইসলামী ছাত্রী সংস্থার ৮ কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় বেশকিছু সাংগঠনিক বই-খাতাসহ বিপুল পরিমাণ ইসমালী বই জব্দ করা হয়। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন বিরাহিমপুর এলাকার ডাক্তার বাড়ীর শেখ আহাম্মদের ঘর থেকে তাদেরকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, রুমা আক্তার, রাবেয়া আক্তার, নাবিলা সুলতানা, সাহিদা আক্তার, কামরুন নাহার, নাহিদা সুলতানা, জেসমিন আক্তার, ইতি আক্তার। তারা সকলেই লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থান থেকে এসে ওই বৈঠকে মিলিত হয়।

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়া জানায়, জামায়াতের ছাত্রী সংগঠন ইসলামী ছাত্রী সংস্থার বেশ কয়েকজন নেতাকর্মী লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধিন বিরাহিমপুর ডাক্তার বাড়ীতে বৈঠক করছে, এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ৮ কর্মীকে আটক করে। এ সময় ওই ঘর থেকে ছাত্রী সংস্থার বেশ কিছু সাংগঠনিক বই-খাতাসহ  জামায়াত নেতা সাঈদী, নিজামী, গোলাম আজম ও মওদুদী’র লেখা বিপুল পরিমাণ ইসলামী বই জব্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Post a Comment

Previous Post Next Post