ফেনী আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের নিরঙ্কুশ জয় ||

জেলা আইনজীবী সমিতির নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আদালত সংলগ্ন আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির ২৯৫ সদস্যের মধ্যে ২৭৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ৬ পদে জয়ী হয়েছেন। আর বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদকসহ ৯ পদে জয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন খসরু ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সফিকুর রহমান পেয়েছেন ১২১ ভোট।

সাধারণ সম্পাদক পদে ইউছুপ আলমগীর চৌধুরী ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মো. শামছুল হুদা পেয়েছেন ১২৮ ভোট।

সহ-সভাপতি পদে আ.ফ.ম আহছান উল্লাহ ১৪৫ ভোট ও মোহাম্মদ নুরুল হক পেয়েছেন ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমিনুল করিম মজুমদার ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শহিদ উল্লাহ মিন্টু পেয়েছেন ১১৮ ভোট।

সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আবদুল কাইয়ুম ১৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাইফ উদ্দিন মজুমদার শাহীন পেয়েছেন ১০৯ ভোট। অডিটর পদে ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিজামুল আলম।

প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক পেয়েছেন ১২৩ ভোট। লাইব্রেরি সম্পাদক পদে মো. আরশাদ আলী ভূঞা ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী আবদুল কুদ্দুস পেয়েছেন ১২৮ ভোট। কোষাধ্যক্ষ পদে কাজী মো. শাহজালাল ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে মো. ইসহাক ১৬৫, মোহাম্মদ হুমায়ুন কবীর মোরশেদ ১৪৭, মো. শাহাদাত হোসেন সবুজ ১৪৪, নাজমুস সাকিব তানিম ১৩৪, নিমাই লাল সূত্রধর ১৩২, মোহাম্মদ বেলায়েত হোসেন ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

Post a Comment

Previous Post Next Post