দুনিয়াতে শান্তির জন্য কোরআনের বিধান কায়েম করতে হবে : মোল্লা নাজিম উদ্দিন ||

নিজস্ব প্রতিবেদক :
দুনিয়াতে শান্তির জন্য কোরআনের বিধান কায়েম করতে হবে। জমিনে কোরআনের বিধান কায়েম না থাকায় বিপদ মুসিবত ও সমাজে দিন দিন অশান্তি বাড়ছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১১নং দূর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর - পূর্ব  দূর্গাপুর ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব, বিজয়, বৈশাখী, বাংলাভিশন টেলিভিশনের ধর্মীয় আলোচক মোল্লা নাজিম উদ্দিন এসব কথা বলেন।

২১ শে জানুয়ারী ২০১৬ ইং বৃহস্পতিবার রাতে স্থানীয় হাজী নজম উদ্দিন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত তাফসীর মাহফিলে মোল্লা নাজিম উদ্দিন বলেন, জেল জুলুম নবী রাসুলদের সুন্নত। যুগে যুগে কোরআনের বিধান কায়েম ও ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছেন তারা সকলেই জেল জুলমের শিকার হয়েছেন। এমনকি নবীরাও জেল খেটেছেন। জেল জুলুম ছাড়া দ্বীনের বিজয় আনা সম্ভব নয়।

১১নং দূর্গাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এম এ জলিলের সভাপতিত্বে মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নামে। দুইদিনব্যাপী মাহফিলে বৃহস্পতিবার সমাপনী দিনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের ধর্মীয় আলোচক আল্লামা রফিক উল্লাহ্ আফসারী, সেনবাগ উপজেলার ভাইস্ চেয়ারম্যান মাওলানা আবদুল মালেক, চরশাহী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মাসুম বিল্লাহসহ আরো বহু ওলামায়ে কেরাম।

Post a Comment

Previous Post Next Post