মসজিদ রাখা হবে নজরদারিতে, ওয়াজ মাহফিলে লাগবে অনুমিত, রেকর্ড হবে বক্তব্য : আইজিপি ||

পুলিশ সদরদপ্তরে ‘জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের ভূমিকা: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক বলেছেন, 'মসজিদ গুলো রাখা হবে নজরদারিতে, ওয়াজ মাহফিল করতে হলে লাগবে অনুমতি, রেকর্ড হবে বক্তব্য'।

তিনি বলেন, এখন থেকে ওয়াজ মাহফিল করতে হলে প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হবে। আর ওয়াজ মাহফিলে বক্তব্য রেকর্ড করতে হবে। তিনি বলেন, তাঁদের (আলেম-ইমাম) সাহায্যে জঙ্গিবাদ চিহ্নিত করে ব্যবস্থা নিতে চায় পুলিশ। তিনি খুতবায় জঙ্গিবাদ বিরোধী প্রচার রাখার আহ্বান জানান।

শহীদুল হক আরও বলেন, মসজিদের ইমামদের তালিকা করতে হবে। মুজাহিদের ফাঁসির দিন অনেক মসজিদে দোয়া ও কান্নাকাটি হয়েছে। ইমামদের তালিকা পুলিশের কাছে থাকলে তাঁদের চিহ্নিত করা যেত।

Post a Comment

Previous Post Next Post