সেনবাগ পৌর বিএনপির কয়েক শ' নেতাকর্মীর নামে মামলা, গ্রেফতার -৪||

গত ৭নভেম্বর নোয়াখালীর সেনবাগ পৌর শহরে দলীয় কার্যালয়ে একই সময় বিএনপির দুই গ্রুপের সভা আহবানকে কেন্দ্র করে। পুলিশের নিষেধাজ্ঞা অমান্যকরে মিছিল ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি অভিযোগে সেনবাগ থানার এসআই সাখাওয়াত হোসেন বাদী হয়ে সেনবাগ পৌর বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, সেক্রেটারী শহীদুল আলম , উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা ছাত্রদল সভাপতি সাহেব উদ্দিন রাশেল ও সেক্রেটারী নুরনবী রাজুসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো অসংখ্য নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছে। এ ঘটায় সোমবার রাতে বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে : সেনবাগ উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হক সোহাগ (৩৯), ৭নং মোহাম্মদপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রকাশ কামাল পাশা (৩৯), বীজবাগ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন (৩৩) এবং মোহাম্মদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রকাশ রুবেল (২২)।

মামলার অপর আসামীরা হচ্ছে : উপজেলা ছাত্রদল সভাপতি সাহেব উদ্দিন রাশেল, সেনবাগ পৌরসভা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম লিটন, মফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল আলম, হুমায়ুন কবির, কামাল উদ্দিন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, বেলাল  হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ, মোঃ জাফর আহম্মদ, ৪নং কাদরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন ইকবাল, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক সোহাগ, দেলোয়ার হোসেন মেম্বার, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক সুলতান সালা উদ্দিন লিটন, সেচ্ছাসেবক দল নেতা এনায়েত হোসেন, পৌর যুবদল সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নুরনবী রাজু। এছাড়াও অজ্ঞাত আরো অসংখ্য নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

(সংবাদটি গুরুত্বপুর্ণ মনে হলে পেইসবুকে লাইক বা শেয়ার করুন)

Post a Comment

Previous Post Next Post