ঢাবি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ! দুই শাখাতেই প্রথম মাদ্রাসা শিক্ষার্থী ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলাফলে বিজ্ঞান শাখা থেকে প্রথম হয়েছেন তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬.৩০। এছাড়া মানবিক শাখা থেকে প্রথম হয়েছেন আরেক মাদ্রাসার শিক্ষার্থী আবদুস সামাদ। তাঁর প্রাপ্ত স্কোর ১৭৬।

আজ দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিক ভাবে এই ফল প্রকাশ করেন।

এ বছর ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ৯.৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। ফেল করেছে ৯০.০৬ শতাংশ শিক্ষার্থী। আবেদনকারীর সংখ্যা ছিল ৯০ হাজার ১৩১ জন। পরীক্ষায় অংশ নেন ৬২ হাজার ৭৮ শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩২ হাজার ৯৯৬ জন, মানবিক থেকে নয় হাজার ৫৬৩, ব্যবসায় শিক্ষায় ১৯ হাজার ৫২০ জন পরীক্ষায় অংশ নেন।

সম্মিলিতভাবে পাস করেছেন ছয় হাজার ১৭১ জন। এর মধ্যে বিজ্ঞানে দুই হাজার ৮৮৫ জন, মানবিকে এক হাজার ৭৪৭ জন ও ব্যবসায় শিক্ষায় এক হাজার ৩৯ জন পাস করেছেন। পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন ৫৫ হাজার ৯০৭ জন।

(সংবাদটি গুরুত্বপুর্ণ মনে হলে পেইসবুকে লাইক বা শেয়ার করুন)

Post a Comment

Previous Post Next Post