ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সাকার স্ত্রী'র রিট ||

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী একটি রিট আবেদন করেছেন। সোমবার তার পক্ষে রিট আবেদনটি জমা দেন তার আইনজীবী মো. হুজ্জাতুল ইসলাম খান।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে পাওয়া মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সাকার আবেদনের বিষয়ে সোমবার (২ নভেম্বর) শুনানি হওয়ার কথা ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ মৌখিক সময় আবেদনের ভিত্তিতে ১৭ নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন।

হুজ্জাতুল ইসলাম খান বলেন, ‘আজ (মঙ্গলবার) আমরা আবেদনটি সংশ্লিষ্ট শাখায় ফাইল করেছি। কার্যতালিকায় আসলে শুনানি করবো।’

রিটের বিষয়ে তিনি টেলিফোনে বাংলা ট্রিবিউনকে আরও বলেন, ‘সংবিধানের ৯৪ (৩) অনুযায়ী হাইকোর্টের বিচারকরা কেবল হাইকোর্টেই বসবেন বলা থাকলেও এক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে। একটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে তাদের ট্রাইব্যুনালে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই গেজেটটাকেই চ্যালেঞ্জ করেছি।’

www.facebook.com/voiceofsenbag

Post a Comment

Previous Post Next Post