শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে নানা অভিযোগে ||

ডেনমার্ক কোপেনহেগেন বিমানবন্দরের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা। ডেনমার্ক শাখা বিএনপির প্রেসিডেন্ট আহমেদুল হক কর্নেল এ বিক্ষোভের নেতৃত্ব দেন। এ সময় শিল্পমন্ত্রী নিজেকে বাঁচাতে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে কেটে পড়েন এবং পরে তিনি কোপেনহেগেন ম্যারিয়ট হোটেলে অবস্থান নেন।

পরে ডেনমার্ক পুলিশ বিশৃঙ্খলার অভিযোগে রবিবার রাতে আহমেদুল হককে গ্রেপ্তার করে। সোমবার প্রবাসি বাংলাদেশিদের প্রতিবাদের মুখে দুপুর ২টার দিকে তাঁকে ছেড়ে দেয় ডেনমার্ক পুলিশ।

গ্রেপ্তার প্রসঙ্গে আহমেদুল হক কর্নেল টেলিফোনে বলেন, আওয়ামী লীগ সরকার নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশের সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্মম নির্যাতন শুরু করেছে। তারা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতায় বসে থাকার নীলনকশা প্রণয়ন করলেও জনগণ কখনো তাদের এই অপপ্রয়াসকে সফল হতে দেবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সফর শেষে ৩ অক্টোবর ডেনমার্ক সরকারের আমন্ত্রণে সেদেশে পৌঁছান শিল্পমন্ত্রী। ৮ অক্টোবর বাংলাদেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।

www.facebook.com/Voiceofsenbag

Post a Comment

Previous Post Next Post