সেনবাগ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত -১০ ||

সেনবাগ :  নোয়াখালীর সেনবাগ উপজেলার ছিলোনিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোমবার রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্ততঃ ১০জন আহত হয়েছে। আহত সাহাব উদ্দিনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাতে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় । বাকী আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, ৫নং অর্জুনতলা ইউনিয়নে ছাত্রলীগের কমিটি নিয়ে ভাঁট ফারুক গ্রুপ ও মোস্তফা গ্রুপের মধ্যে বিকেলে তর্কবির্ত হয়। এর জের ধরে সন্ধ্যায় সাড়ে ৭টায় দু’গ্রুপে প্রস্তুতি নিয়ে ছিলোনিয়া বাজারে ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট পাটকেল ও কাঁচের বোতল নিপে করে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় কয়েক ককটেলের বোমার বিষ্ফোরণ হয় । এসময় দোকানীরা আতংকে দোকানপাট বন্ধ করে দিক বিদক ছুটাছুটি করে। সংঘর্ষে উভয় গ্রুপের ১০জন আহত হয়।

এ ব্যাপারে সেনবাগ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ আলম রিগানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সেনবাগ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। আগের সব কমিটি বিলুপ্ত করা হয়েছে। এখন ছাত্রলীগের সাবেক সভাপতি ঐ ইউনিয়নে একটি অবৈধ কমিটি করে মারামারি সৃষ্টির পরিবেশ তৈরী করেছে। এতে করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

www.facebook.com/Voiceofsenbag

Post a Comment

Previous Post Next Post