নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মত বিনিময় সভা ||

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস, অধ্যাপক কাজী রফিক উল্যাহ, সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা, অ্যাডভোকেট মহিব উল্যাহ, জিপি কাজী মনসুরুল হক খসরু, মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, সাংবাদিক সামছুল হাসান মীরণ, মনিরুজ্জামান চৌধুরী, আলমগীর ইউসুফ, ফুয়াদ হোসেন, আবুল কালাম ভূঁইয়া, একেএম যোবায়ের, মিজানুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মোতালেব, আমিরুল ইসলাম হারুন, জাহিদুর রহমান, অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশর প্রমুখ।

বক্তারা বৃহত্তর নোয়াখালীর আয়তন, জনসংখ্যা, রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে দূরত্ব বিবেচনাসহ বিভিন্ন তথ্য উপস্থাপন করে নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার দাবী জানান।

সভায় জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস নোয়াখালী জেলাকে বিভাগ ঘোষণার বিষয়টি প্রধানমন্ত্রীর দপ্তরে লিখিত ভাবে প্রেরণ করার কথা জানান।

www.facebook.com/Voiceofsenbag

Post a Comment

Previous Post Next Post