মিনার আল ওয়াদি হাসপাতালে নবজাতক কোলে স্বজন।
সৌদি আরবের মিনায় ছেলেসন্তানের জন্ম দিয়েছেন পাকিস্তানের এক হাজি। গতকাল মঙ্গলবার হজের মূল আনুষ্ঠানিকতা শুরুর দিনে মিনার আল-ওয়াদি হাসপাতালে শিশুটির জন্ম হয়।
আল ওয়াদি হাসপাতালের পরিচালক ড. মুহাম্মদ মালাইবারির বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় শিশুটির জন্ম হয়েছে। মা ও শিশু দুজনই সুস্থ আছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে আরো বলা হয়, এবারের হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার পর হজ এলাকায় এটাই প্রথম শিশু জন্মের ঘটনা। শিশুটির নাম রাখা হয়েছে মোহাম্মদ আলী।
নবজাতকের বাবা জানান, মিনায় পৌঁছানোর পর আকস্মিক তাঁর স্ত্রীর প্রসববেদনা শুরু হয়। খুব দ্রুত তাঁকে আল ওয়াদি হাসপাতালে নেওয়া হলে শিশুটি ভূমিষ্ঠ হয়। ওই সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
www.facebook.com/Voiceofsenbag
Tags:
নিউজ আন্তর্জাতিক