একটি জীবন বাচাঁতে মানবিক সাহায্যের জন্য আবেদন ||

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছেরাজুল হকের ছেলে শহীদ অামান উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র (২০০৮ এর ব্যাচ)।

সে অনেক দিন যাবত ব্রেন টিওমারে আক্রান্ত। জীবন যুদ্ধে লড়াই করছে। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অাপনার সামান্যতম সহযোগীতা ফিরিয়ে দিতে পারে তার পাহাড়সম জীবন।

সুজনকে বাঁচাতে এগিয়ে অাসুন। মানুষ মানুষের জন্য।
সাহায্য পাঠাতেঃ বিকাশ নং personal : ০১৮১৮৯৪৭৫১৮ যোগাযোগঃ ০১৬৮২৫১০১৬৪ (মিরাজ), ০১৮২৩১৩৩০৯২ (শাওন), ০১৭২১৯৫৯১২৯ (পিয়াস)।

দৈনিক সেনবাগে কণ্ঠ/১২আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post