শিবিরের কার্যকরী পরিষদের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত ||

ঢাকা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাজধানীর একটি মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বাবেরর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি মো: সেলিম উদ্দিন।    

পরিচালনা করেন শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান। অধিবেশন শেষে কেন্দ্রীয় সভাপতি কার্যকরী পরিষদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।

শিবিরের নবমনোনিত প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দৈনিক সেনবাগে কণ্ঠ/ ১১ আগস্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post