কারাগারে যেমন আছেন আল্লামা সাঈদী ||

২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মৃত্যুণ্ডের রায় ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল। ওই রায়ের পর সহিংসতা ছড়িয়ে পড়ে সারাদেশে। যে সহিংসতায় প্রাণ হারান শতাধিক ব্যাক্তি। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন সাবেক এই সংসদ সদস্য। ২০১৪ সালের ১৬ই মে ওই আপিলের রায় ঘোষণা করে আপিল বিভাগ। ওই রায়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। ওই রায়ের পর থেকেই কাশিমপুর কারাগারে আছেন জামায়াতের বহুল আলোচিত এ নেতা। কারাসূত্রে জানা গেছে, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে অনেকটা স্বাভাবিক ও সুস্থ আছেন। সাঈদী নিয়মিত ভোরে ঘুম থেকে উঠেন। নামাজ আদায় শেষে ঘুমিয়ে পড়েন। পরে সকালে উঠে কোরআন তেলাওয়াত করেন। কারাগারে তিনি ভালোই আছেন। সম্প্রতি স্বজনেরা তার সঙ্গে দেখা করেছেন। তার ছেলে মাসুদ সাঈদী বলেন, ঈদের পর আমরা আব্বার সঙ্গে দেখা করেছি। তিনি মোটামুটি সুস্থ ও ভালো আছেন।

দৈনিক সেনবাগে কণ্ঠ/০২ আগষ্ট ২০১৫।

Post a Comment

Previous Post Next Post