সেনবাগ: নোয়াখালীর সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রাম থেকে মামুন (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের জোড় দিঘীর পাড় এলাকার একটি বাগানের গাছে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা।
নিহত মামুন উপজেলা কেশারপাড় ইউনিয়নের খাজুরিয়া গ্রামের হেদায়েত উল্লার ছেলে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ১০ জুলাই ২০১৫।
Tags:
স্থানীয় সংবাদ