নিজ সেনবাগ গ্রাম থেকে ১৭ বছরের এক অসহায় কিশোরীকে অপহরন করে তুলে নিয়ে গেছে দরবেশ হাট বাজারের আওয়ামী সন্ত্রাসী আইয়ুব (৫০) ও তার সহযোগিরা।
সেনবাগ : নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন ৪ নং কাদরা ইউনিয়নের নিজ সেনবাগ গ্রাম থেকে ১৭ বছরের এক অসহায় কিশোরীকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে তুলে নিয়ে গেছে দাগনভুইয়া থানাধীন ১ নং সিন্দুর পুর ইউনিয়নের কুসল্যা গ্রামের আওয়ামী সন্ত্রাসী আইয়ুব ও তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আইয়ুব অস্ত্র সহ তার দলবল নিয়ে ঐ বাড়িতে প্রবেশ করে ও মেয়ের পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েক অপহরণ করে তুলে নিয়ে যায় এবং জোরপূর্বক বিয়ে করে ফেলে।
স্থানীয় সূত্র থেকে আরও জানা যায় যে অপহরণ কালে তাদেরকে সহযোগিতা করেছেন নিজ সেনবাগ গ্রামের ভূঁইয়া বাড়ির বর্তমান ৪ নং কাদরা ইউনিয়ন যুবলীগের সভাপতি গিয়াসউদ্দিন এবং নন্দীর পাড় গ্রামের শাহীন মেম্ববার সহ স্থানীয় কয়েকজন সন্ত্রাসী।
এই বিষয়ে জীবনের ভয়ে মামলাও করতে পারছেনা মেয়ের পরিবারের লোকজন,, মেয়ের পরিবারের লোকজন এখনো নিরাপত্তাহীনতায় ভূগছেন।
স্থানীয় সূত্র থেকে জানাযায় দীর্ঘদিন ধরে সেনবাগের উত্তর অন্ঞ্চলে চাঁদাবাজী, ডাকাতি, চুরি, অপহরণ সহ বিভিন্ন ধরনের অপরাধ মূলক কর্মকান্ড করে আসছেন আইয়ুব সালেহ আহম্মদ সহ তাদের সহযোগীরা।
গাজীর হাট থেকে সিএনজি চুরি, ইলিয়াছ মোড় থেকে হুন্ডা চুরি, ইলিয়াছ মোড়ের পাশের একটি বাড়ি ডাকাতি, সারওয়তলী গ্রামের হুদনের বাড়ি ডাকাতি, ডমুরুয়া গ্রামের মিয়া বাড়ির সামনে কবিরের বাড়ি ডাকাতি, এবং ডাকাতি করার সময় ঘরের সকল সদস্যকে শারীরিক মানসীক ভাবে নির্যাতন ও ধর্ষণের মত জগন্য কাজেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সেনবাগের উত্তর অন্ঞ্চলে বেশ কয়েকটি চুরি ডাকাতি চাঁদাবাজী অপহরণের অভিযোগ রয়েছে আইয়ুব ও সালেহ আহম্মদের বিরুদ্ধে,
তাদের এই অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে গেলে তাকে পড়তে হয় বিভিন্ন ধরনের সমস্যায়, ঈদুল ফিতরের আগের দিন ডালুয়া গ্রামের বিল্ডিং মেটারিয়ালস ব্যবসায়ী আলমগীরকে অস্ত্রের মুখে জিম্মি করে ১০ হাজার টাকা নিয়ে যায় সালেহ আহম্মদ।
এইসব বিষয়ে কেউ প্রতিবাদ করলে তারা বলে সেনবাগের সকল দলের সকল নেতা ও প্রসাশন অন্ডকোষহীন, তাদের কথায় উঠে আর বসে, তারা যা চাইবে তাই করতে বাধ্য, সেনবাগের সকল নেতারা ও প্রশাসন নাকি তাদের পা চাটা গোলাম।
সেনবাগের সকল নেতা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি,,,,,,,,,,,,,,,,,,,
তারা যা বলে তা কি সত্যি ? সত্যিই কি আপনারা অন্ডকোষহীন.?? সত্যিই কি আপনারা তাদের আদেশ মানতে বাধ্য.??
সত্যিই কি আপনারা তাদেরকে ভয় পান.??
সত্যিই কি আপনারা তাদেরকে কিছুই করার ক্ষমতা নাই. ???সেনবাগের নেতারা ও প্রশাসন কি এইগুলো দেখেনা, এইগুলো শুনেনা ?? নাকি তারা যা বলে তাই সত্যি!!!
যদি কিছু করার ক্ষমতা থাকে বা আপনারা অন্ডকোষ সম্পন্ন হোন তাহলে কঠোর হস্তে এর প্রতিবাদ করুন এবং এদেরকে প্রতিরোধ করুন ও সেনবাগে এদেরকে নিশিদ্ধ ঘোষণা করুন, আর যেন কখনোই সেনবাগের কাউকেই তাদের নির্যাতনের স্বীকার না হতে হয় সেই ব্যবস্থা করুন।
দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৪ জুলাই ২০১৫।